
প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:45 PM আপডেট: Tue, Jul 1, 2025 3:43 PM
[১]ময়মনসিংহের ফুলপুরে বেড়েছে সরিষার আবাদ
মোতালেব সরকার, ফুলপুর (ময়মনসিংহ): [২] [২] ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের প্রণোদনা সহায়তায় সার - বীজও সার্বিক পরামর্শে কৃষকরা এ বার লক্ষ্যমাত্রার অধিক জমিতে সরিষা চাষ করেছেন।
[৩] উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তির্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ রঙের গালিচা বিছানো সরিষার মাঠ। যে সব কৃষক আগে সরিষা চাষের প্রতি আগ্রহী ছিল না তারাও এ বছর লাভজনক হিসেবে অধিক আগ্রহের সাথে জমিতে সরিষা চাষ করেছেন।
[৪] সরেজমিনে গিয়ে জানা গেছে, নতুন করে সরিষা চাষে আগ্রহ হয়ে উপজেলার রামভদ্র পুর ইউনিয়নের চর গোয়াডাঙ্গা গ্রামের শারাফাত হোসেন ও জালাল হোসেন মন্টু এ বছরে এক একর জমিতে সরিষা চাষ করেছেন। চরনিয়ামত গ্রামের আকবর হোসেন ৫০শতক, সোবাহান শেখ ৫০ শতক ভাইটকান্দি ইউনিয়নের দেওখালি গ্রামের শাহ আলম , ১ একর , ভাইটকান্দি গ্রামের সিদ্দিকুর রহমান ৫০ শতক, জুলফিকার ৭০ শতক, সিংহেশ্বর ইউনিয়নের পলাশ কান্দা গ্রামের এরশাদুল হক ২ একর, চাঁনপুর গ্রামের আবু বাক্কার ২ একর, বনপাড়া গ্রামের মজিবর রহমান ১ ২০ শতক, শরাফ উদ্দিন ৫০ শতক, পুরাপুটিয়া গ্রামের সেকান্দরআলী ৫০ শতক ও মোঃ চান মিয়া ১ একর জমিতে সরিষা চাষ করেছেন। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ভাল ফসলও হচ্ছে। গত বছর ১ হেক্টর জমিতে ২০ থেকে ২৫ মন সরিষা উৎপাদিত হয়েছে। চলতি বছর প্রতি হেক্টর জমিতে ৩০ থেকে ৩৫ মন হবে বলে আশা করি। [৫] উপ সহকারী কৃষি কর্মকতা মোঃ সিরাজুল ইসলাম খান জানান, এ উপজেলা গত বছরের তুলনায় ১২৪০ হেক্টর জমিতে নতুন করে সরিষা চাষ করা হয়েছে। [৬] ফুলপুর উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ বলেন, অত্র উপজেলাকে কৃষিতে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে। ধানের পাশাপাশি সরিষা ফসলের প্রতি কৃষকদের আগ্রহ ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় এ বছর ১৮২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।